2.  a) Transitive Verb (সকর্মক ক্রিয়া) : যে Verb-এর Object (কর্ম) থাকে, তাকে Transitive Verb বলে ।
     b) Intransitive Verb (অকর্মক ক্রিয়া) : যে Verb-এর Object (কর্ম) থাকে না, তাকে intransitive Verb বলে ।
      
	
		
			| Used Transitively | Used Intransitively | 
	
	
		
			| Fire burns everything. | Fire burns. | 
		
			| The driver stopped the car | The car stopped suddenly. | 
		
			| The peon rang the bell. | The bell rang loudly. | 
		
			| The boys fly kites. | The birds fly in the sky. | 
		
			| I see a bird. | A blind man can not see. | 
		
			| The army fought the battle. | The army fought bravely. | 
		
			| She writes stories | She writes legibly. | 
	
 
 
3.  a) Causative Verb (নিজন্ত ক্রিয়া) : কোন  Intransitive Verb দিয়ে করানো বা ঘটানো বোঝালে তাকে Causative Verb বলে। এ ক্ষেত্রে Verb গুলো Transitive Verb হয়ে যায় । যেমন: Fly = ওড়ে, Walk = হাঁটে, Fall = পড়ে ইত্যাদি মূলত Intransitive কিন্তু ওড়ানো, হাটানো, ফেলে দেয়া অর্থে এরা Causative Verb হয় ।      
	
		
			| Simple Verb | Causative Verb | 
	
	
		
			| See - দেখা (নিজে) | Show - দেখানো (অন্যকে) | 
		
			| Sit - বসা (নিজে) | Set - বসানো (অন্যকে) | 
		
			| Read - পড়া (নিজে) | Teach - পড়ানো (অন্যকে) | 
		
			| Suck - স্তন্য পান করা (নিজে) | Suckle - স্তন্য পান করানো (অন্যকে) | 
		
			| Know - জানা (নিজে) | Inform - জানানো  (অন্যকে) | 
	
 
 যে সকল Verb-এর আলাদা কোন Causative form নেই তাদের আগে make, get, cause, have বসিয়ে Causative অর্থ প্রকাশ করতে হয় । একমাত্র make ছাড়া অন্য সবের (cause, get, have) পর to বসে । যেমন - 
              I do the work - আমি কাজটি করি ।
              I get him to do the work - আমি তাকে দিয়ে কাজটি করাই ।
Causative Verb দ্বারা কর্তা নিজে কিছু করে না, বরং অন্য কর্তৃক কৃত কর্মের ফল ভোগ করে থাকে ।
 
4. Reflexive Verb (আত্নঘটিত ক্রিয়া) : যে Transitive Verb- এর Subject ও Object একই ব্যক্তি বা বস্তুতে প্রতিভাত হয় তাকে Reflexive Verb বলে ।
Example:
               (i) The man killed himself.
               (ii) I see myself in the mirror.
               (iii) The cat licks itself.
 
5. Factitive Verb: কতকগুলো Transitive Verb- এর Object-এর পর আরও বাড়তি Word বা Words (complement) বসাতে হয়, তা না হলে অর্থ সম্পূর্ণ হয় না । এরূপ Verb কে Factitive Verb বলে ।
Example:
               (i) The boys made Rashed Captain.
               (ii) We elected him president of our club.
               (iii) I called him a fool.
               (iv) His parents named the boy Hasan.
 
6. Impersonal Verb (অব্যক্তিক ক্রিয়া): যে Verb অনির্দিষ্ট কর্তা হিসেবে Pronoun 'It'- এর সাথে Third person singular এ ব্যবহৃত হয়, তাকে Impersonal Verb বলে ।
Example:
               (i) It rains heavily.
               (ii) It snows in winter.
               (iii) It happens everyday.
 
7. Cognate Verb (সমজাতীয় ক্রিয়া): যে Transitive Verb- এর Object অনেকটা Verb-এর মত বা একই অর্থ প্রকাশ করে, তাকে Cognate Object বলে এবং Verb টিকে Cognate Verb বলে ।
Example:
               (i) He fought a good fight.
               (ii) I dreamt a strange dream.
               (iii) He ran a race.
               (iv) She sang a sweet song.
 
 
 
8. Quasi-Passive Verb: কতকগুলো Transitive Verb আকারে Active হলেও অর্থের দিক দিয়ে Passive এ ধরনের Verb-কে Quasi-Passive Verb বলে ।
Example:
               (i) Roses smell sweet.
               (ii) Honey tastes sweet.
               (iii) The bed feels soft.
               (iv) Rice sells dear.
 
             
 
9. Reciprocal Verb: যে Transitive Verb দ্বারা Subject ও Object-এর মধ্যে পারস্পরিক action অথবা interaction বুঝায়, তাকে Reciprocal Verb বলে ।
Example:
               (i) The two boys love each other (দুজনের মধ্যে- each other).
               (ii) The students help one another (দু'এর বেশি হলে one another).
10. Inchoative Verb: যে Verb কোন অবস্থা পরিবর্তনের সূচনা ও তার বিকাশ বা চূড়ান্ত পরিণতির অর্থ জ্ঞাপন করে, তাকে Inchoative Verb বলে । এ ধরণের সুপরিচিত Verb গুলো হল- get, become, grow, turn, fall, run etc.
Example:
               (i) The man grew old.
               (ii) He became chairman.
11. Verb of Perception: যে Verb ইন্দ্রিয়গ্রাহ্যানুভূতির ধারণা দেয়, তাকে Verb of Perception বলে । এ শ্রেণীর Verb গুলো হল- see, hear, fell, taste, notice, observe, smell etc. এদের পর to বসে না এবং continuos aspect-এ এদের ব্যবহার করা যায় না ।
Example:
               (i) I see a bird (am seeing হবে না).
               (ii) I fell the taste.
 
 
 
 
 
 
12. Non-conclusive Perception: যে Verb-এর কাজ কখন শুরু ও শেষ হয় তা বুঝা যায় না, তাকে Non-conclusive verb বলে । এ শ্রেণীর Verb গুলো হল- like, dislike, understand etc.
Example:
               (i) I like him
               (ii) I could not understand it.
 
13. Group Verb: Intransitive Verb-এর সাথে Preposition যুক্ত হয়ে Transitive হলে, তাকে Prepositional অথবা Group Verb বলে ।
Example:
               (i) He laughs at me.
               (ii) They talked about the matter.