Use of definite article (The):
- 
	নির্দিষ্ট করে বুঝায় এমন common noun এর singular ও plural উভয় number এর পূর্বে the বসে।
 - The boy is reading.
 - The girl is singing.
- 
	এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে the বসে।
 - The cow gives us milk.
 - The rose is beautiful flower.
- 
	মানবজাতি man and women এর পূর্বে the বসে না।
 Incorrect – The man is mortal.
 Correct - Man is mortal.
- 
	নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
 যেমন – The Andamans, The Himalayas, The Titanic.
- 
	ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে the বসে।
 যেমন – The holy Quran, The Daily sun.
- 
	একক বস্তু – পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন ইত্যাদি নামের পূর্বে the বসে।
 The sun, The earth, The moon.
- 
	বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে the বসে।
 - The U.S.A, the panjab.
- 
	তারিখের নামের পূর্বে the বসে।
 যেমন - The 10th March.
- 
	জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে the বসে।
 যেমন – The rich, The poor, The Muslims.
- 
	Superlative degree তে adjective এর পূর্বে the বসে।
 যেমন – He is the best boy in the class.
- 
	Material noun এর পূর্বে the বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে the বসে।
 যেমন – The Diamond of Africa is famous.
- 
	Proper noun এর পূর্বে adjective থাকলে তার পূর্বে the বসে।
 যেমন – The great Akbar was a mighty ruler.
- 
	বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নাম plural হলে তার পূর্বে the বসে।
 যেমন – The khans, The Pathans.
- 
	সংখ্যা প্রকাশক word যদি unit অর্থে বসে তাহলে তার পূর্বে the বসে।
 যেমন – Eggs are sold by the dozens.
- 
	Musical instrument এর পূর্বে the বসে।
 যেমন – I can’t play the Guitar. The cowboy can play the flute well.
- 
	কোন কোন যন্ত্র এবং আবিস্কারের পূর্বে the বসে।
 যেমন – Markoni invented the radio. The bicycles is an easy means of transport.
- 
	Singular designation এর পূর্বে the বসে।
 যেমন – The president, The Prime Minister, The headmaster.
                                    Comments
                                
                                
                            